শিক্ষা



সিলেট মিরর ডেস্ক

অগাস্ট / ২৯ / ২০২৪


বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে এনএসইউ স্যোশাল সার্ভিসেস ক্লাব


34

Shares


দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম খ্যাতিমান বিদ্যাপীঠ নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের (এনএসইউএসএসসি)। ক্লাবের উদ্যোগে তহবিল সংগ্রহের পাশাপাশি গত রবিবার রাত থেকেই দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, বন্যা শুরুর পর থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য, সুপেয় পানিসহ নানা সংকট দেখা দিয়েছে। মানুষকে নানারকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় মানুষ আজ চরম দুর্ভোগের শিকার।

এসব বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব ‘ফ্লাড রিলিফ-২০২৪’ ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। তহবিল সংগ্রহের পাশাপাশি তারা বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণও শুরু করেছে।

এনএসইউএসএসসি’র পক্ষ থেকে বলা হয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় শুরু হওয়া ত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। সবার সহযোগিতায় মাত্র ২ দিনে ৩ লাখ টাকার অধিক তহবিল সংগ্রহ হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে ত্রাণের প্যাকেট প্রস্তুত করে রবিবার রাতেই ক্লাবের টিম ত্রাণ নিয়ে লক্ষীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণ শুরু করে। অন্তত ১২০০ পরিবারের কাছে তারা ত্রাণ পৌঁছে দিয়েছে।


নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি মৌরিন ইসলাম বলেন, ‘প্রতিটি পরিবারের জন্য ত্রাণের প্যাকেটে ১৬টি প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ছিল, বিস্কুট, চিড়া, গুড়, স্যালাইন, খেজুর, গুড়া দুধ, চিনি, খাবার পানি, লাইটার, মোমবাতি, প্যারাসিটামল, ইসোমিপ্রাজল/ওমেপ্রাজল, স্যানিটারি ন্যাপকিন, পুরুষদের জন্য লুঙ্গি এবং মহিলাদের জন্য ম্যাক্সি।’

ক্লাবের সদস্যরা জানান, ‘দেশের প্রয়োজনে যে কোনোসময় তারা স্বচ্ছতা ও সততার সঙ্গে ভূমিকা রাখতে বদ্ধপরিকর।’



ওয়াইএফ/০৭



শিক্ষা