সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ০৬ / ২০২৫


ওসমানী বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার স্বর্ণ জব্দ


32

Shares


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার অধিক মূল্যের সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণ বহনের দায়ে আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে।  

আটককৃত আফতাফ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা এবং সাইদ মৌলভীবাজার জেলার বড়লেখার বাসিন্দা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। 

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫২৫ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটের যাত্রী সাইদ ও আফতাবকে আটক করে শুল্ক গোয়েন্টা ও তদন্ত অধিদপ্তর সিলেট এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এসময় বিমানের যাত্রী সাইদের সঙ্গে থাকা ইলেকট্রিক চার্জার ফ্যান ও চার্জার লাইটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬০ পিস প্রলেপযুক্ত স্বর্ণের বার এবং দরকার লক থেকে ৪ পিস ব্যাটারি সাদৃশ্য প্রলেপযুক্ত স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর ওজন প্রায় সাড়ে ১০ কেজি। একই ফ্লাইটের অপর যাত্রী আফতাবের কাছ থেকে ইলেকট্রিক চার্জার ফ্যান ও চার্জার লাইটে বিশেষ কায়দায় লুকানো আরো ৬০ পিস প্রলেপযুক্ত স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭ কেজি। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারি কমিশনার ইনজামাম উল হক। তিনি বলেন, ‘দুইজন যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। সিলেট জেলা স্বর্ণ শিল্পী কল্যাণ সমিতি কর্তৃক রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে এগুলো ২২ ও ২ ক্যারেট সলিড স্বর্ণ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।’ জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জমা দেওয়ার পর আইন ও বিধি মোতাবেক থানায় মামলা করা হবে।’



ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ