বিজ্ঞান ও প্রযুক্তি



দেশদর্পণ ডেস্ক

অক্টোবর / ১১ / ২০২৪


উত্তর ও দক্ষিণ গোলার্ধে আজও দেখা যাবে মেরুজ্যোতি বা নর্দান লাইট


78

Shares


উত্তর ও দক্ষিণ গোলার্ধে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে শক্তিশালী সৌরঝড়। আজ শুক্রবারও দেখা যেতে পারে। সৌরঝড়কে মেরুজ্যোতি বা অরোরা বোরেলি বা নর্দার্ন লাইটও বলে।

ফের পৃথিবীর বুকে আঘাত হানল সৌরঝড়। আর তাতেই রঙিন হয়ে উঠল রাতের আকাশ। লাল, নীল, গোলাপি, বেগুনি আভায় উজ্জ্বল হয়ে উঠল চারিদিক।

সৌর ঝড় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে আরোরা বা মরুজ্যোতি দেখা যায়। উত্তর মেরুর উপর সৃষ্টি হওয়া আরোরাকে আরোরা বোরেলি ও দক্ষিণ মেরুর উপর সৃষ্টি হওয়া আরোরাকে অরোরা অস্ট্রেলি নামে অবিহিত করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় বা নর্দান লাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পূর্বাভাস দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

সূর্যের মধ্যে প্রচণ্ড বিষ্ফোরণের কারণে সূর্য থেকে নির্গত রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে অগ্রসর হচ্ছে যা সন্ধ্যার পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। 


ওয়াইএফ/০৩

বিজ্ঞান ও প্রযুক্তি