399
Sharesসিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন সুনামগঞ্জ সমিতি, সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোজাক্কির কামালী ও সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের দরগাগেইট এলাকায় শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি নাসিম হোসাইন।
সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান পীর, অধ্যাপক আহবাব খান, আলহাজ্ব আতাউর রহমান, প্রধান নির্বাচন কমিশনার নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা আয়োজন কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোজাক্কির কামালী।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ। শোক প্রস্তাব পাঠ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম।
পরে সমিতির গঠনতন্ত্র মোতাবেক তিন সদস্যের মনোনয়ন বোর্ড প্রস্তাবিত কমিটি সভায় উপস্থাপন করলে কন্ঠভোটের মাধ্যমে তা গৃহিত হয়।
ঘোষিত আংশিক কার্যকরি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, সহ সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়া, অধ্যাপক আব্দুল মান্নান খান, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, এস এম আব্দুল হাই পীর, মো.হাকিম উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক জমির উদ্দিন, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, নাদিরা সুলতানা, গোলাম কাদের চৌধুরী ও শাহ মো.হারুনূর রশীদ। সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, অধ্যাপক মনিরুল ইসলাম, এম এ মুকিত ও কাসমির রেজা। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ।
এমএএম-০১/ওয়াইএফ-০১