সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ১৪ / ২০২৫


`দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: সিলেটে আখতার হোসেন


38

Shares


জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন,  ‘আমরা সরকারের আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।’ এসময় তিনি বলেন, ‘বিশিষ্ট নাগরিকের নামে আওয়ামী লীগের খুনের রাজনীতিকে যারা বৈধতা দিতে চায় তাদেরকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট।’ 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষই আর এই নির্লজ্জ বেহায়া, খুনি, স্বৈরাচার, ফ্যাসিবাদী, মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না।’ তিনি আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের আহবান জানিয়ে বলেন, ‘আমরা সরকারের আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। আমরা সামনের বাংলাদেশে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের উপর ভয়ংকর অভিশাপ চাপিয়ে দেওয়া কোনো খুনিকে দেখতে চাই না।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এটুকু শপথের কথা বলতে চাই, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, গাজীপুরের এক ভাইয়ের জানাজা গতকাল আমরা পড়েছি। আরেক শহীদ ভাইয়ের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে আজকে। এখন পর্যন্ত আমাদের ভাইদের কবরের মাটি কাঁচা রয়েছে। এই সময়ে যারা কালচারাল ফ্যাসিবাদী আছেন, যারা বিশিষ্ট নাগরিকের নামে খুনি হাসিনার প্রেতাত্মাদের পক্ষ রাজনীতি করছেন। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই- বিশিষ্ট নাগরিকের নামে যারা বাংলাদেশ আওয়ামী লীগের খুনের রাজনীতিকে বৈধতা দিতে চায় তাদেরকে বন্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট। আর কখনো যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় রাজপথে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের জনতা তৈরি হয়ে আছে।’

নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ন্যায় ও ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত। এখানে আর কোনো বাকশাল ও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দল ভারতের তাঁবেদারি করবে, বাংলাদেশের মানুষ তা আর হতে দেবে না। পতিত আওয়ামী লীগারদের মতো বেহায়াদের, মানবতাবিরোধী অপরাধীদের মানুষ আর রাজনীতি করতে দেবে না। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদের আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের পাশাপাশি আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এর বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।’


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ