দেশজুড়ে



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ২৭ / ২০২১


টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে মোদির শ্রদ্ধা


112

Shares

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শ্রদ্ধা জানান।

এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান মোদি। হেলিপ্যাডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোদি যাবেন গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে মতুয়াদের তীর্থস্থান হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন তিনি।

এর আগে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজো দিয়ে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ঢাকায় আসেন মোদি।

এদিকে কাশিয়ানী থেকে দুপুরে ঢাকায় প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফিরে বিশ্রাম নেবেন মোদি। দুপুর তিনটায় তিনি যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। তারপর মোদি যাবেন বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করতে। বৈঠক শেষে সরাসরি বিমানবন্দরে যাবেন তিনি।

দেশজুড়ে