সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ১২ / ২০২৫


সিলেটে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২, থানায় মামলা


36

Shares


সিলেটে হযরত শাহপরান (রহ.) এর মাজার এলাকা থেকে এক তরুণীকে (২৫) ভুল বুঝিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে মাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকার উত্তর মোকামের গোল পীরের বাজারের হাসেম মিয়ার ছেলে ও লেগুনা চালক আব্দুর রহিম এবং শাহপরান থানাদিন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর কিছুটা মানসিক সমস্যা আছে। তিনি গত তিনদিন আগে বাড়ি থেকে চলে আসেন। মঙ্গলবার ভোরে তাকে মাজার এলাকায় পেয়ে ভুল বুঝিয়ে ফুসলিয়ে অপহরণ করে লেগুনা চালক আব্দুর রহিম ও তার সহযোগী মোহাম্মদ রাকিব মিয়া। তারা তাকে তুলে নিয়ে সিলেট শহরতলীর খাদিম চা বাগান এলাকার ছড়াগাঙ নামক স্থানে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই নারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন। ঘটনার খবর পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে লেগুনার সূত্র ধরে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারা ৯(ত) ধারায় থানায় মামলা করেছেন। আসামিদের যে কোনো সময় আদালতে সোপর্দ করা হবে। তারা ওই নারীকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে অপহরণ করে চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।’ ভুক্তভোগী নারীর বাড়ি সিলেটের বিশ^নাথ উপজেলায় জানিয়ে তিনি বলেন, ‘মামলায় নারীর বাবা উল্লেখ করেছেন তার কিছুটা মানসিক সমস্যা আছে। সে তিনদিন আগে বাড়ি থেে চলে আসে।’



সিলেট প্রতিক্ষণ