184
Sharesসিলেটের জৈন্তাপুরে চোরাই মোটরসাইকেলসহ মোঃ কয়েছ আহমেদ(৩৭) নামে পেশাদার এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) ভোর ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের জমশেদপুর রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ কয়েছ আহমেদ সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া শহিদ আলীর ছেলে।
তার বিরুদ্ধে সিলেটের বিভাগের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে কদমতলী এলাকার প্রবীণ মুরব্বী সাবেক বিডিআর সদস্য কবির আলী, সাংবাদিক এম এ মালেক সহ একাধিক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।