সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জানুয়ারী / ১৬ / ২০২৫


সিলেটে ফের দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ


34

Shares


সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য ও ভারতে পাচার করতে জড়ো করা পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, রসুন ও শিং মাছ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় চোরাইপণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ। বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। জব্দকৃত এসব পশু ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবারে সিলেট সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ এবং  বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ