সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ০৫ / ২০২৫


সিলেটে আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জনতার


59

Shares


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে দু'টি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কঠোর নিরাপত্তা বেস্টনিতে আনা হয়। গত ২০ অক্টোবর

রাজধানীর পল্টন থানার একটি মামলায় ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

দুটি হত্যা মামলাসহ ৩ মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামীলীগ সরকারের সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে সিলেট আদালতে হাজিরের খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়িত হন তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের বিক্ষুব্ধ জনতা। এসময় সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়েন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় তাঁরা। 

ইমরান আহমদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় শিক্ষার্থী পঙ্কজ কুমার নাথ হত্যা মামলা ও গোয়াইনঘাট উপজেলার ট্রিপল মার্ডারের ঘটনায় অভিযোগ রয়েছে। মোট তিনটি মামলার শুনানিতে জামিন আবেদন করলে দুটি হত্যা মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।



ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ