সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ২০ / ২০২৪


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তারের পর কারাগারে


16

Shares


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এমএ মান্নানকে আদালতে তুলার পর তাঁর আইজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইবুনাল) বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাঁকে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গ্রেপ্তার করে পুলিশ৷

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্রজনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেপ্তার করা হয় এমএ মান্নানকে।

এদিকে এম এ মান্নানের গ্রেপ্তারে সন্তুষ্টি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবীরা। মামলার শুনানির সময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম,শেরেনূর আলী, মোশাহিদ আলী, আমিরুল হক,মামুনুর রশীদ কয়েস প্রমুখ।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আজাদুল ইসলাম রতন।



ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ