সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জানুয়ারী / ২৮ / ২০২৫


রোপওয়ের পাথর চুরি: রেল বাহিনীর ৪ জন বরখাস্ত, তদন্ত কমিটি গঠন


28

Shares


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রোপওয়ের বাংকার এলাকা থেকে পাথর চুরির ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনানুগব্যবস্থা গ্রহণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও সিপাহি মো. আব্দুল হাই। তারা রোপওয়ের বাংকার এলাকায় কর্মরত ছিলেন। 

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার আরএনবি কমান্ডার রোকনুজ্জামান খানের সই করা আদেশে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রেলের মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

আদেশে বলা হয়, এ সদস্যরা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন কমান্ড্যান্ট, ঢাকার দপ্তরে হাজির থাকবেন। 

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন রাত থেকে কোম্পানীগঞ্জে রেলওয়ের একমাত্র রোপওয়ের বাংকার এলাকায় পাথর লুট শুরু হয়। বিগত ছয় মাস ধরে এই লুটপাট চলছে। 

তদন্ত কমিটি গঠন: পাথর চুরির ঘটনা সরেজমিন তদন্তে সহকারী কমান্ড্যান্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য করা হয়েছে রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলীকে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবর প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত ছয় মাস ধরে পাথর চুরি অব্যাহত থাকলেও গত ২৬ জানুয়ারি রবিবার পাথর চুরির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে রোপওয়ে এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে তোলপাড় শুরু হয়। পরে কর্তৃপক্ষ দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেন। 


সিলেট প্রতিক্ষণ