খেলাধুলা



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২৩ / ২০২১


প্রথম ইনিংস ঘোষণা বাংলাদেশের ৫৪১ রানে


666

Shares

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে সকালে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। এদিন নিজের আট নম্বর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ফার্নান্দোর বলে আউট হয়ে ৫০ রানে ফিরে যান তিনি।

লিটন-মুশফিকের ৮৭ রানের পঞ্চম উইকেট জুটির পর, আর কোন বড় জুটির দেখা পায়নি বাংলদেশ। এরপর মেহেদি মিরাজ ও তাইজুল ফিরে গেলেও ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক করে ৬৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

অপরপ্রান্তে তাসকিন অপরাজিত ছিলেন ৬ রান নিয়ে। এরপর টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক ইনিংস ঘোষণা করেন।

এখন ব্যাট করতে নেমেছে শ্রীলংকা। এর আগে, টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরি এবং তামিম ইকবালের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বড় সংগ্রহ পায় টাইগাররা। শান্ত ১৬৩, মুমিনুল ১২৭ ও তামিম ৯০ রান করেন। লংকানদের পক্ষে ভিশ্ব ফার্নান্দো ৪টি, লাকমাল, কুমারা ও ডি সিলভা ১টি করে উইকেট দখল করেন।

খেলাধুলা