42
Sharesগভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের গোয়াহাটির কাছাকাছি খারুপটিয়া।
ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে একটি সমমানের ম্যাগনিটুয়ের গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ওয়াইএফ/০১