সিলেট প্রতিক্ষণ



আ:র

অক্টোবর / ০৩ / ২০২৩


গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ, দুর্ভোগ


190

Shares

সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসদরে এলোমেলোভাবে যানবাহন রেখে অবরোধ করে রাখে।

জানা গাছে, গোলাপগঞ্জ মডেল থানাপুলিশের কাছে তাদের কিছু দাবি-দাওয়া পুরণের ্হাতিয়ার হিসাবে তারা সড়কটি অবরোধ করে রেখেছে।

শ্রমিকদের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে একটি দুঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ মডেল থানার ওসির সঙ্গে পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের সূত্রপাত হয়। এরপর তাদের এই অবরোধ।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, শুধু গোলাপগঞ্জ চৌমুহনীই নয়, শ্রমিকরা হেতিমগঞ্জ বাজারেও সড়ক অবরোধ করে রেখেছেন।

সর্বশেষ খবরে জানা গেছে, এ ব্যাপারে আলোচানার জন্য দুপুর পৌণে ১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানায় পৌঁছেছেন শ্রমিক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

সিলেট প্রতিক্ষণ