সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ০৪ / ২০২৫


ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরল ৩২ প্রাণ


29

Shares


ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগের ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারির তুলনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও আহতের সংখ্যা বেড়েছে। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির দেওয়া প্রতিবেদন ঘেটে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন ছিলেন মোটরসাইকেলের চালক ও আরোহী। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়।

ফেব্রæয়ারি মাসের প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে মোটরসাইকেল দুর্ঘটনায় ১১ জন, সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী ৬ জন রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হন। একই সময়ে ১২ জন চালক নিহত হয়েছেন। এছাড়া ফেব্রæয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন উল্লেখ করা হয়।

নিসচার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন। 

নিসচা) সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’




ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ