খেলাধুলা



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২১


দুঃস্বপ্নের এক সফর শেষ করল বাংলাদেশ


173

Shares

 করোনাকালের প্রথম সফর, সঙ্গে অভিজ্ঞ আর এক তরুণদের আধিক্য। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই নিউজিল্যান্ডের বিমানে উঠেছিল। সেখানে গিয়ে মিলেছে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ। কিন্তু এত কিছুর পর বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতশ্রী। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। টানা ব্যর্থতার পর শেষ টি-টোয়েন্টিতে হার দিয়েই শেষ হলো দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর।

আজ বৃহস্পতিবার সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম সাউদির দল।

অবশ্য ম্যাচটি হয়েছে ১০ ওভারের। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দুই ঘণ্টা দেরি হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ছেলে খেলা করতে ওই ১০ ওভারই যথেষ্ট ছিল নিউজিল্যান্ডের।

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর বদলে ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্বে দিয়েছেন লিটন। নিজের নেতৃত্বের প্রথম ম্যাচে টসেও জিতেছেন তিনি। তবে টসে জিতলেও ম্যাচে জিততে পারেননি।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে চার উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে টিম সাউদির দল। ইনিংসের প্রথম ওভারে নাসুম আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন মার্টিন গাপটিল। এরপর তাসকিনের ওভারে আরও দুটি বিশাল ছক্কা হাঁকান। মার্টিনের সঙ্গে রান তোলার উৎসবে যোগ দেন ফিন অ্যালেন।

যদিও ১৯ রানে আউট হতে পারতেন অ্যালেন। শরিফুল ইসলামকে উড়িয়ে মেরে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু সেখানে থাকা রুবেল হোসেন ক্যাচটি মুঠোয় নিতে পারেননি। ১৯ রানের পর ২৯ রানেও একবার জীবন পান অ্যালেন। এবার ক্যাচ মিস করেন সৌম্য সরকার।

দুবার জীবন পেয়ে আরও ভয়ানক হয়ে ওঠেন অ্যালেন। মাত্র ১৮ বলে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি।

মাঝে গাপটিল ঝড় থামান মেহেদি হাসান। লো-ফুল টস ডেলিভারি এক্সট্রা কাভারে তুলে দেন গাপটিল। সেখানে ছিলেন আফিফ হোসেন। ক্যাচটি লুফে নেন তিনি। ১৯ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। ১৪ রানে ফিলিপসকে ফেরান শরিফুল ইসলাম।

গাপটিল ফেরার পর দারুণ গতিতে ব্যাট চালিয়েছেন অ্যালেন। তাঁর ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৪১ রানের বিশাল পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করা অ্যালেন ২৯ বলে হাঁকিয়েছেন ১০ বাউন্ডারি ও তিন ছক্কা।

১০ ওভারে ১৪২ রানের ঝড়ো লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দেখিয়েছে হতাশা। উইকেটে টিকে থাকা কিংবা রান তোলার তাড়া ছিল না কারোরই। সবাই মেতেছেন ড্রেসিং রুমে আশা-যাওয়ার মিছিলে। এমন নড়বড়ে ব্যাটিং দিয়ে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। ৭৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হেরে বসেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই তেমন লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। এবার শেষ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিল সফরকারীররা। টানা পরাজয় নিয়ে নিউজিল্যান্ড থেকে শূন্য হাতে ফিরছে লাল-সবুজের দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড : ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১; নাসুম ২-০-২৯-০, তাসকিন ২-০-২৪-১, শরিফুল ২-০-২১-১, রুবেল ২-০-৩৩-০, মেহেদি ২-০-৩৪-১)।

বাংলাদেশ : ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, সৈকত ১৩, মেহেদি ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩, নাসুম ৩; সাউদি ২-০-১৫-৩, মিল্ন ২-০-২৪-১, ফার্গুসন ২-০-১৩-১, অ্যাস্টল ২-০-১৩-৪, ফিলিপস ১.৩-০-১১-১)।

ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী।

সিরিজ: নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী।


খেলাধুলা