সিলেট প্রতিক্ষণ



আ:র

অক্টোবর / ০৩ / ২০২৩


ধর্মপাশায় ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার


136

Shares

ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ২টি হ্যান্ডট্রলি বোঝাই চিনিসহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই কুষ্টিবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ মিয়া (৩৭), মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাউছার (৪০), কাইজাহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) ও ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের রাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৭)।

ধর্মপাশা থানার উপপরিদর্শক এসআই মোঃ আব্দুস সবুর মিয়া জানান, চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২টি হ্যান্ডট্রলি বোঝাই ৫০কেজি ওজনের ৯০বস্তা চিনিসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য ৫লক্ষ ৪০হাজার টাকা। তিনি আরো জানান, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর আদালত পাঠানো হবে।

সিলেট প্রতিক্ষণ