197
Sharesহবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ থেকে ভারতীয় ২টি গরু সহ সুজন ঝরা (২৫) নামে এক চোরাই কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সুজন ঝরা নলুয়া চাবাগান এলাকার পরেশ ঝরার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে ভারত সীমান্ত এলাকায় ভারতীয় গরু পাচার করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায় ও সহকারী উপপরিদর্শক উত্তম কুমার ঘোপসহ একদল পুলিশ নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২টি গরু সহ ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয় তার সহযোগীরা পালিয়ে যায়।
সুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক জানান, সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।