149
Sharesছাতকে নিখোঁজ শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪অক্টোবর) রাতে ধান ক্ষেতে মরদেহ উদ্ধার করা হয়। মস্তকবিহীন মরদেহটি নিখোঁজ শিশু ইজা বেগম ইভার।
সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা ও স্থানীয় স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, বুধবার (৪অক্টোবর) বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশে দোকানে যায় ইজা বেগম।
রাত পর্যন্ত সে ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইজা বেগমের মস্তকবিহীন মরদেহ।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।