সিলেট প্রতিক্ষণ



আ:র

অক্টোবর / ০৪ / ২০২৩


২৫ হাজার ফুট নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ জব্দ


139

Shares

হবিগঞ্জের বাহুবলে প্রবাহমান খালে বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ ফেলে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার স্নানঘাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

অভিযানকালে প্রবাহমান খালে বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ ফেলে মাছ ধরায় পানি ও এবং নৌকা চলাচলে বাঁধা সৃষ্টি করার অপরাধে মৎস রক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় স্নানঘাট গ্রামের জহর মিয়ার পুত্র রেজ্জাক মিয়া কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় প্রায় ২৫ হাজার ফুট ম্যাজিক জাল জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল। সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সিলেট প্রতিক্ষণ