দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আগামী রবিবার (৩০ আগস্ট) বন্ধ থাকবে।
পবিত্র মহরম (আশুরা) উপলক্ষে বন্ধ থাকায় এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট আশুরা উপলক্ষ্যে সরকারী ছুটি। ওইদিন সরকারী অফিস-আদালত, ব্যাংক-বিমা সব বন্ধ থাকবে। একারণে পুঁজিবাজারও বন্ধ থাকবে।
তবে আগামী ৩১ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদেন হবে।
স্বত্ব © ২০১৪ দেশ দর্পন