দেশদর্পণ ক্রীড়া :: বাংলাদেশ প্রিমিয়ার লীগের বন্দরনগরী চট্টগ্রামে আজ শুরু হল। ঢাকাপর্ব শেষে দু’দিন বিরতির পর আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটানস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিং করছে খুলনা টাইটানস।
৭ ম্যাচে ৪ জয় নিয়ে ভালো অবস্থানে আছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন তৃতীয় স্থানে। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তলানি থেকে ৫ নম্বরে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। গত দুটি ম্যাচই তারা দাপটের সঙ্গে জিতেছে।
এদিকে বিপিএল নিয়ে উৎসাহের চুড়ান্ত দেখা গেছে চট্টগ্রামে। টিকিটের আশায় গভীর রাত থেকেই লাইন দিয়ে বসে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শীতের রাত জাগার ক্লান্তি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন।
তবে চিটাগং ভাইকিংসের সঙ্গে এই পর্বে তাদের কোনো ম্যাচ নেই।
স্বত্ব © ২০১৪ দেশ দর্পন