নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিলের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর এবং আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
এর ফলে ৩০ নভেম্বর বৃহস্পতিবার থেকে পত্রিকাটি আবারো প্রকাশিত হচ্ছে বলে দেশদর্পণ-কে জানিয়েছেন সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সিলেটের ডাক’র আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি’র বরাত দিয়ে তিনি বলেন, হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর এবং আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশের ফলে দৈনিক সিলেটের ডাক প্রকাশে আর কোন বাধা নেই বলেও জানান সিরাজ।
ব্যারিস্টার কাফি ছাড়াও দৈনিক সিলেটের ডাক-এর পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং এডভোকেট নিজাম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
উল্লেখ্য, গত ১৮ জুন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিল করেন। এ আদেশের বিপক্ষে পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি ও আলোচিত শিল্পপতি রাগীব আলী হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিত বুধবার হাইকোর্ট এ আদেশ দেন।
ইমা/আ-
স্বত্ব © ২০১৪ দেশ দর্পন