নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৭৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
নিহত হোসাইন আহমদের (৪০) ভাই আমিন আহমদ বাদী হয়ে আজ বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর থানায় এ মামলা দায়ের করেন।
বিষয়টি দেশদর্পণকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির।
তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিন আসামিসহ নয় জনকে আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে গত রোববার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হোসাইন আহমদ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হন। আহত হয় আরও ২০ জন।
ইমা
স্বত্ব © ২০১৪ দেশ দর্পন