দেশদর্পণ ডেস্ক :: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতিকে বিপজ্জনক এবং অপমানকর বলে বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের খ্রিস্টান নেতারা।
আলজাজিরার এক খবরে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শনিবার জেরুজালেমের গ্রিক অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাল্লাহ হান্না বিবৃতিতে বলেন, ‘জেরুজালেম খ্রিস্টান ও মুসলমানদের পবিত্র ও আধ্যাত্মিক ভূমি। সেইসাথে এটি উভয় ধর্মের ঐতিহ্যপূর্ণ শহর। এ শহর নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আক্রমণাত্মক। আমরা ফিলিস্তিনিরা, মুসলিম ও খ্রিস্টানরা সম্মিলিতভাবে জেরুজালেমকে নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম।’
৬ ডিসেম্বর হোয়াইট হাউজে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন।
বেআ/আবে
স্বত্ব © ২০১৪ দেশ দর্পন