প্রস্তাব আসছে, ভালো কিছু আসছে না : অপু বিশ্বাস
ডিসেম্বরের শীতের বিকেলে অপু বিশ্বাস নতুন কেনা গাড়িতে চেপেছেন। গন্তব্য প্লে গ্রাউন্ড; নায়িকাদের তো জিমে যাওয়ার কথা। তা অপু বিশ্বাস হঠাৎ কেন প্লে গ্রাউন্ডে যাচ্ছেন? ততক্ষণে জানা গেল, গাড়িতে আরো একজন আছেন। অন্তর্জালের বড় তারকা আব্রাম খান জয়।
জানতে চাওয়া, জয় কেমন আছে? কিছুটা খুশি হয়ে অপু জানালেন, ‘জয় ভালো আছে। ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এখন আমরা প্লে গ্রাউন্ডে যাব। ইদানীং তার অনেক বেশি ঘোরাঘুরি আর প্লে গ্রাউন্ডের প্রতি ফ্যাসিনেশন।’
জয়ের ফ্যাসিনেশন তো জানা গেল। ঢাকাই সিনেমা একসময় যাঁকে ছাড়া চলতই না বলা চলে, তাঁর কাজের কী খবর? এনটিভি অনলাইনকে অপুর উত্তর, ‘কাজ করা হচ্ছে না। আর ওই রকমভাবে ভালো কোনো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি। হলে পরে করব।’